IMG-LOGO

শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দলীয় সিদ্ধান্ত আর নির্বাচন কমিশনের আইন এক নয়’উত্তেজনায় ইরান ইসরাইলবিয়ে না করলেও ৩ সন্তান নিয়ে সংসার করছেন মিমি চক্রবর্তীনন্দীগ্রামে এক রাতে ৪ গরু চুরিশিক্ষা প্রতিষ্ঠানে ৭ দিন ছুটি ঘোষণাহজ প্যাকেজের খরচ কমলোফের অনলাইনে বদলি আবেদনের সুযোগ প্রাথমিক শিক্ষকদেরআরও তিন দিন থাকবে তাপপ্রবাহভোটে হেরে ডিপজলকে নিয়ে যা বললেন নিপুণবাড়তে পারে তেলের দামইসরায়েলে হামলার বিষয়ে যা জানাল ইরানবগুড়া-৪ আসনের সাবেক এমপির শুভেচ্ছা বিনিময়বেলকুচিতে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলননওদাপাড়া নিবাসী আনসার আলীর মৃত্যুতে মেয়র লিটনের শোকনির্বাচনের আগের নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁস
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় সকল পশুহাট বন্ধ ঘোষণা

নওগাঁয় সকল পশুহাট বন্ধ ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ এক বিজ্ঞপ্তিতে জেলায় চলমান কঠোর বিধিনিষেধ আগামী ৩০ জুন পর্যন্ত বর্ধিত করেছেন। গত ২ জুন জারী করা গণবিজ্ঞপ্তি, যা ৯ জুন ও ১৬ জুন বর্ধিত করা হয়, তার ১৬টি ধারা বলবদ রেখে তার সাথে আরও ৫টি ধারা যুক্ত করে নতুন বিজ্ঞপ্তি জারী করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নওগাঁ জেলায় করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পরামর্শ মোতাবেক পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সূত্রস্থ স্মারকসমূহের নির্দেশনার অনুবৃত্তিক্রমে নি¤েœাক্ত শর্তাবলী সংযুক্ত করে এ বিধিনিষেধ আরোপের সময়সীমা ৩০ জুন ২০২১ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।’

বিজ্ঞপ্তির নতুন ধারাগুলো হলো, (ক) নওগাঁ জেলার সকল পশুরহাট বন্ধ থাকবে। তবে খামার থেকে এবং অনলাইনে পশু ক্রয় বিক্রয় করা যাবে। (খ) নওগাঁ জেলার সীমান্তবর্তী জেলাগুলোর সাথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। রোগী পরিবহণ/এ্যাম্বুলেন্স, জরুরী পণ্য পরিবহণ এবং জরুরী সেবা পরিসেবা ও জরুরী সরকারি গাড়ির ক্ষেতে এ নির্দেশনা প্রয়োজ্য হবেনা। (গ) পাড়া/মহল্লা ভিত্তিক স্বেচ্ছাসেব টিম গঠনপূর্বক স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। (ঘ) বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে মসজিদের মাইক থেকে নিয়মিত জনসচেতনতামূলক ঘোষণার ব্যবস্থা করতে হবে। (ঙ) স্কুল-মাদ্রাসা শিক্ষকদের সম্পৃক্ত কওে পাড়া/মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ব্যবস্থা করতে হবে।

এরআগে যে ১৬ দফা নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারী করা হয়, সেগুলো হলো- (১) নওগাঁ জেলায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় হলে উক্ত মার্কেট/শপিং মল তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হবে। ওষুধের দোকান স্বাস্থ্যবিধি মেনে সার্বক্ষণিক খোলা রাখা যাবে। (২) হোটেল রেস্তোরা শুধুমাত্র পার্সেল আকারে বা অনলাইনে অর্ডার গ্রহণপূর্বক বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। ফুটপাত বা রাস্তার পাশের চায়ের দোকান খোলা রাখা যাবেনা। (৩) চাপাইনবাবগঞ্জ, রাজশাহী ও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন নওগাঁ জেলার হাট-বাজারসমূহ বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার, কৃষিজ ও নিত্যপণ্যের দোকান স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্রয় বিক্রয় করা যাবে।

(৪) অতিব জরুরী প্রয়োজন ব্যতিরেকে নওগাঁ জেলায় কেউ সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবেন না। একান্ত প্রয়োজনে (ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বের হতে হলে আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। (৫) নওগাঁ জেলার সাথে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার যাতায়াতের সকল পথ বন্ধ থাকবে। বাস, মাইক্রো, অটো, সিএনজি, মোটরসাইকেল বা অন্য কোন বাহনে এ দুই জেলার সাথে যাতায়াত করা যাবেনা। (৬) বাস ও মাইক্রোবাস আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে। যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। তবে নিয়ামতপুর উপজেলায় সব ধরণের বাস সার্ভিস বন্ধ থাকবে। (৭) সিএনজি ও অটোসমূহ শুধুমাত্র দুইজন যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। (৮) নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় এনজিও কার্যক্রম বন্ধ থাকবে। (৯) নওগাঁ জেলায় সকল পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। (১০) জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, জন্মদিন ও পিকনিক পার্টি ইত্যাদি বন্ধ থাকবে।

(১১) নওগাঁ জেলাধীন কোন বাড়িতে কোভিড আক্রান্ত রোগী থাকলে উক্ত বাড়ি পুরোপুরি লকডাউন করতে হবে এবং ওই বাড়ির সকল সদস্য লকডাউনে থাকবেন। এক্ষেত্রে এধরনের বাড়ি বড় ষ্টিকার বা পতাকা দ্বারা চিহ্নিত করতে হবে। একই পাড়া/মহল্লায় একাধিক বাড়িতে সংক্রমণ চিহ্নিত হলে উক্ত পাড়া/মহল্লা লকডাউনে থাকবে। (১২) মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন ব্যতিরেকে কাউকে রাস্তাঘাট বা বাজারে পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। (১৩) স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সমসংখ্যক ব্যক্তি প্রার্থনা/উপাসনা করতে পারবেন। (১৪) নওগাঁ জেলাস্থ বাংলাদেশ-ভারত সীমান্তের ৩০০ মিটারের মধ্যে কোন বাংলাদেশী প্রবেশ করতে পারবেন না। (১৫) মন্ত্রিপরিষদ বিভাগ/সরকার কর্তৃক জারীকৃত এসংক্রান্ত অন্যান্য নির্দেশনাসমূহও এ বিধিনিষেধের অন্তর্ভূক্ত বলে গণ্য হবে। (১৬) এ নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news