IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার নোচনাহারে ৩টি দোকান ভূষ্মিভূতজিম্বাবুয়ে সিরিজে শুরুতে কেন খেলবেন না সাকিবযুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ধরপাকড়আবারও ঢাকার সিনেমায় অভিনেত্রী পাওলিসাপাহারে রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়‘যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে’‘যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি’রাণীনগরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়‘যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত’ভারতের মানবাধিকার নিয়ে মার্কিন প্রতিবেদনে যা বলল কমিশনমান্দায় সেনাসদস্যকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগরাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগে সংবাদ সম্মেলনগোমস্তাপুরে প্রচার-প্রচারনায় প্রার্থীরারাজশাহীতে ‘গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের উদ্বোধনআপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> সুবর্ণজয়ন্তী উৎসবে ‘একলা চলো’ নীতিতে বিএনপি

সুবর্ণজয়ন্তী উৎসবে ‘একলা চলো’ নীতিতে বিএনপি

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করলেও এখনো কোনো কর্মসূচিতে নেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অধিকাংশ দলই।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১ মার্চ বিএনপির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে অন্যসব শরিক দলকে আমন্ত্রণ জানানো হলেও জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানানো হয়নি।

২০ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে। আর কর্নেল (অব.) ড. অলি আহমেদের (বীর বিক্রম) নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ১৩ মার্চ আলোচনা সভাসহ কর্মসূচি গ্রহণ করেছে।

নাম প্রকাশের অনিচ্ছু বিএনপির এক শীর্ষ নেতা বলেন, ‘এমনিতেই ২০ দলের শরিক দলগুলোর অধিকাংশেরই কোনো অস্তিত্ব নেই। তারা বিএনপির কাঁধে ভর করে তরী পার হতে চায়। অন্যদিকে জোটের অংশ ঠিক রাখতে গিয়ে জোট ত্যাগ করা দলগুলোর এমন সব নেতাদের নিয়ে নতুন দল বানানো হয়েছে যাদের নিজেদের দলের একটা প্রেস বিজ্ঞপ্তি লেখারও কোনো যোগ্যতা নেই। এই সব দলগুলোকে নিয়ে বিএনপি কী করতে চায় তা বিএনপিও জানে না।’

অন্যদিকে জোটের শরিক বাংলাদেশ ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, এনডিপি (ক্বারী তাহের), সাম্যবাদী দল, পিপলস লীগ, ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল সহ অনেক দলেরই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।

সুবর্ণজয়ন্তীর কর্মসূচি গ্রহণের বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমাদের ছোট দল, এই মুহূর্তে মাসব্যাপী কর্মসূচি পালনের মতো সামর্থ্য নেই। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা অর্ধশত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা আমাদের সাথে থাকবেন। আমরা খুব শিগগিরই এই কর্মসূচির তারিখ জানিয়ে দেবো।’

খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘বিশেষ পরিস্থিতির মধ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমাদের ২০ দলীয় জোটের কোনো কর্মসূচি নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে ২৬ মার্চে ঢাকায় শোভাযাত্রা, মার্চের মাঝামাঝি ঢাকায় সমাবেশ করব। এছাড়া সারাদেশে দোয়া মাহফিল হবে। আগামী দু-একদিনের মধ্যেই কর্মসূচি ঘোষণা হবে।’

ন্যাশনাল পিপলস্ পার্টির-এনপিপি (একাংশ) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘স্বাধীনতা আমাদের সবার ব্যাপার। আমাদের দলের পক্ষ থেকেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কর্মসূচি রয়েছে। শিগগিরই আমরা সংবাদ সম্মেলনে অথবা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি সম্পর্কে অবগত করব।’

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা একাংশের সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমাদের দলের পক্ষ থেকে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই জানানো হবে।’

জাগপা অপরাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে আমাদের দলীয় ফোরামে কর্মসূচি চূড়ান্ত করা হবে।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির একাংশের (অলি) দফতর সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সুমন বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৩ মার্চ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা আলোচনা সভার আয়োজন করেছি।’

এলডিপির অপর অংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আলোচনা সভা, শোভাযাত্রাসহ আমাদের দলের কর্মসূচি রয়েছে।’

বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আল-আমিন ভূঁইয়া রিপন জানান তারাও কর্মসূচি গ্রহণ করেছেন।

জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের মহাসচিব আহসান হাবিব লিংকন বলেন, ‘অবশ্যই আমরা কর্মসূচি পালন করব। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের প্রেসিডিয়াম সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তারপর আমরা ঘোষণা দেবো।’

বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, ‘আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট ইন্তেকাল করেছেন, যে কারণে আমাদেরকে সময় লাগছে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করবো।’

ডেমোক্রেটিক লীগ-ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমাদের দলের পক্ষ থেকে নিজস্ব কর্মসূচি রয়েছে।’

এদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রসঙ্গে জোট শরিক বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর আজকে আমাদের জন্য একটি বিভীষিকাময় এবং প্রহসন হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করছি। আজকে আমাদের যেখানে ন্যূনতম স্বাধীনতা নেই, মুক্তিযুদ্ধের চেতনা যেখানে ভূলুণ্ঠিত, গণতন্ত্র আজ ধর্ষিত, হত্যা করা হয়েছে। একটি রাষ্ট্রকে ক্ষত-বিক্ষত করা হয়েছে, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আজকে নষ্ট করেছে, সেই জায়গায় থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা, আনন্দ করা শুধু প্রহসনের নামান্তর এবং এই কারণেই বাংলাদেশ জাতীয় দল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে অনীহা প্রকাশ করেছে। আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করি, এটি সমগ্র জাতির সঙ্গে প্রতারণা ছাড়া অন্য কিছু নয়।’

সুবর্ণজয়ন্তীর কর্মসূচি প্রসঙ্গে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম বলেন, ‘শিগগিরই আমরা কর্মসূচি ঘোষণা করবো। আমাদের দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

এছাড়া এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বিএনপির কর্মসূচিই আমাদের জোটের কর্মসূচি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news