IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী আটকআমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে : মিজানুর রহমানরাজশাহী পেস্টিসাইড অফিসার্সএসোসিয়েশনের কমিটি গঠনবাগমারায় জামায়াতের শোভাযাত্রাঅটোরিকশা শ্রমিকদের শৃঙ্খলভাবে গাড়ি চালানোর আহ্বান : মঈন খান‘২৯ মিলিয়ন ডলার পেয়েছে দুই সদস্যের অপরিচিত একটি বাংলাদেশি প্রতিষ্ঠান’‘সাদী আমার জীবনে আশীর্বাদ’চট্টগ্রামে পোশাক কারখানায় আগুনতানোরে বিসমিল্লাহ কোল্ড স্টোরেজে আলু সংগ্রহের শুভ উদ্বোধননিখোঁজ কিশোরীকে উদ্ধার করে পিতা-মাতার জিম্মায় দিয়েছে পুলিশরায়গঞ্জে ফুলজোড় রক্তদান সংগঠনের সভাপতি মামুন ও সম্পাদক রিদয়পাবনায় ডেভিল হান্টে গ্রেফতার-৯মান্দার নিভৃত পল্লীতে হয়ে গেল অনন্য বই মেলানিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন‘বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি উদ্বেগজনক হারে কমেছে’
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> তানোরে যুবককে কুপিয়ে হত্যায় চারজনের মৃত্যুদন্ড

তানোরে যুবককে কুপিয়ে হত্যায় চারজনের মৃত্যুদন্ড

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দোকান কর্মচারী শ্রী প্রকাশ সিং হত্যা মামলার রায়ে নারীসহ চার আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন রাজশাহী দ্রæত বিচার ট্রাইব্যুনাল আদালত।

এছাড়া প্রত্যেক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী দ্রæত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতে স্পেশাল পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্যামপুর (পশ্চিমপাড়া) গ্রামের জিন্নাত আলী মন্ডলের ছেলে বাদল মন্ডল, তানোর উপজেলার এনায়েতপুর (চোরখৈর) গ্রামের মৃত জলধর শিং এর ছেলে শ্রী বিমল শিং (৫০), তার স্ত্রী শ্রী মতি অঞ্জলী রাণী (৪৫), একই গ্রামের শ্রী বিমল শিং এর ছেলে শ্রী সুবোধ শিং (২০)।

আদালতে স্পেশাল পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, গত বছরের ২৯ এপ্রিল নিহত প্রকাশ শিং এর বাবা শ্রী নির্মল সিং বাদি হয়ে তানোর থানার একটি হত্যা মামলা (মামলা নং-২৬) দায়ের করেন। এই মামলার দীর্ঘ স্বাক্ষ্যপ্রমাণ শেষে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় রাজশাহীর দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার আসামিদের প্রত্যেকে মৃত্যুদন্ডের আদেশ দেন এবং দশ হাজর টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নবরূপ মিষ্টান্ন ভান্ডারের পরিবেশক (কর্মচারি) নিহত শ্রী প্রকাশ সিং এর চাচী (বাদির বড় ভাই শ্রী বিমল সিং এর স্ত্রী) শ্রীমতি অঞ্জলি রাণীর সঙ্গে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্যামপুর (পশ্চিমপাড়া) গ্রামের জিন্নাত আলী মন্ডলের ছেলে বাদল মন্ডলের প্রায় এক বছর যাবৎ পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। মামলার বাদি ও তার ছেলে নিহত প্রকাশ সিং এই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে আসছিলেন। ফলে আসামি বাদল মন্ডল বাদি ও তার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। একদিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাদল মন্ডল শ্রীমতি অঞ্জলী রাণীর ঘরে ঢোকার চেষ্টাকালে মামলার বাদিসহ পরিবারের সবাই বিষয়টি দেখে ফেলে। পরে বাদলকে ধরার চেষ্টা করলে সে দৌঁড়ে পালিয়ে যায়।

মামলার এজাহার সূত্র আরও জানায়, এই ঘটনার আনুমানিক প্রায় এক মাস পর গত বছরের ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরদিন সকাল সাড়ে ৬টা এই সময়ের মধ্যে আসামি বাদলমন্ডলসহ অজ্ঞাত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে শ্রী প্রকাশ শিং এর মাথায়, গলায়, পিঠে ও বাম হাতে কুপিয়ে হত্যা করে। পরের দিন ২৯ এপ্রিল সকালে তানোর থানার বংশীধরপুর গ্রামের ব্রীজ থেকে আনুমানিক ২০০ গজ দূরের একটি কাঁচা রাস্তা থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। আগের দিন সন্ধ্যায় চা খাওয়ার উদ্দেশ্যে নিহত প্রকাশ সিং কড়াইতলা মোড়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর পরের দিন লাশ ওই স্থানে পাওয়া যায়। ওই দিনই নিহতের পিতা বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে তানোর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহত প্রকাশ সিং এর বাবা শ্রী নির্মল শিং বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। তবে সবোর্চ্চ এই শাস্তি কার্যকরের অপেক্ষায় থাকলাম। রায় কার্যকর হলে শান্তি পাবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728