ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় রোপা আমন চাষের জন্য জমি তৈরি, চারা উত্তোলন ও চারা রোপনের কাজে ব্যস্ত সময় পাড় করছেন উপজেলার কৃষকরা। আমন ধান চাষাবাদে কৃষকদের পাশাপাশি আমন ধানের চারা উত্তোলন ও রোপনের কাজে ব্যস্ততা বেড়েছে আদিবাসী নারী ও পুরুষ শ্রমিকদের।
জানা যায়, চলতি বছরে রোপা আমন চাষে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলায় কোন প্রকার রোগ-বালাই না থাকায় কৃষকরা রোপা আমন চাষাবাদে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা ৩০ থেকে ৪০ দিন বয়সী চারা জমিতে রোপণ করছেন। এ উপজেলায় পুরোদমে রোপা আমন ধান চাষাবাদ শুরু হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।
উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধানের চারা রোপনের কাজ। ইতিমধ্যেই এ উপজেলায় ৮৫ থেকে ৯০ ভাগ জমিতে ধান রোপনের কাজ শেষ হয়েছে। এবং আগামী ৮/১০ দিনের মধ্যে অবশিষ্ট জমিতে আমন ধানের চারা রোপনের কাজ শেষ হবে বলে আশা করছেন উপজেলার কৃষকরা। চলতি রোপা আমন মৌসুমে প্রথমদিকে বৃষ্টিপাত না থাকায় গভীর নলকূপ ও স্যালো মেশিন দ্বারা সেচ দিয়ে চাষাবাদ শুরু করলেও পরে টানা কয়েকদিনের মাঝারি ও ভারী বৃষ্টি পাতের ফলে অনান্য বছরের মতো এ বছর পানি নিয়ে আর কৃষকদের দুশ্চিন্তা করতে হচ্ছেনা। বৃষ্টির পানি মাঠে পর্যাপ্ত থাকার করনে আনন্দের সাথে আমন ধান চাষাবাদ করছেন কৃষকরা। বিগত বছর গুলুতে আমন মৌসুমে যতেষ্ট পরিমান বৃষ্টি না থাকায় গভীর ও অগভীর নলকুপ এর মাধ্যেমে সেচ দিয়ে আমন ধানের চাষাবাদ করতে হতো কৃষকদের। আর সেই সময় প্রতি বিঘা জমিতে চারা রোপন করতে সেচ বাবদ কৃষকদের ৫শ থেকে ৬শত টাকা অতিরিক্ত খরচ গুণতে হতো। আর এবছর কয়েক দিনের টানা বৃষ্টি পাতের কারণে এই অতিরিক্ত টাকা সাশ্রয় হচ্ছে কৃষকদের।
উপজেলা কৃষি অফিস সত্রে জানাযায়, চলতি মৌসুমে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪ শত ৮৫ হেক্টর। আর এখন পর্যন্ত রোপা আমন ধান চাষাবাদ হয়েছে ১৩ হাজার ৪৫ হেক্টর। বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন ও বাজারে ভাল দাম পাওয়ায় উপজেলার কৃষকেরা এ বছর রোপা আমন ধান চাষাবাদে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে। তাই এ বছর রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা অনেক ছাড়িয়ে যাবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।
অধিক ফলনের আশায় চলতি মৌসুমে উপজেলার কৃষকরা এবার স্থানীয় জাতের পাশাপাশি উল্লেখযোগ্য জমিতে উচ্চ ফলনশীল জাতের ধানের চারা রোপন করছেন। এসব জাতের মধ্যে রয়েছে চিনি আতব, স্বর্ণা-৫, গুটিস্বর্ণা, বিআর-১১, ব্রিধান-৩৪, ৪৯, ৫১, ৭৫, ৮৭, ৯০, ৯৪, ৯৫, ১০৩, বিনাধান-৭, ১৭, ২০, ২৩, গোল্ডেন আতব ও রনজিত।
উপজেলার বদলগাছী ইউনিয়নের কৃষক বেলাল বলেন, এ বছর বীজতলাতে রোপা আমন ধানের চারা খুব ভালো হয়েছে চারাতে কোন রোগ বালাই নেই । চারা রোপনের জন্য জমি তৈরি করা হচ্ছে। তিনি চলতি মৌসুমে ১৫ বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করবেন। আবহাওয়া অনুকূল থাকলে এবার ভালো ফলন হবে বলে আশা করছেন তিনি।
কোলা ইউনিয়নের কৃষক রয়েল বলেন, আমি এ বছর ৪০ বিঘা জমিতে রোপা আমন ধান রোপন করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান জানান, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় রোপা আমন ধানের বীজতলাতে চারা ভালো হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে রোপা আমন ধানের বাম্পার ফলনও হবে।
তিনি আরও বলেন, এ বছর রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew