ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন মাঠে সারা জাগিয়েছে ভুট্টার রঙ্গিন ফুল। সেই সাথে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন উপজেলার কৃষকেরা।
সাদা ফুলের পাশাপাশি রঙ্গিন ফুলে ফুলে ভরে উঠেছে কৃষকের ভুট্টার খেত। ইরি-বোরো ধানের পাশাপাশি এই মূহূর্তে ভুট্টার জমিতে নজর রাখছেন কৃষকেরা।
সরেজমিন রায়গঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে দেখা গেছে, সাদা ফুলের পাশাপাশি রঙ্গিন ফুলে ফুলে ভরে উঠেছে কৃষকের ভুট্টার জমি।
তবে এই ভুট্টার রঙ্গিন ফুল কোনো ঘ্রাণ পাওয়া না গেলেও দেখতে মন ভরে যায়। যা সত্যিকার অর্থে ভুট্টার এই রঙ্গিন ফুলে মুগ্ধ গ্রামীণ রাস্তার পথচারীরা।