IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মালদ্বীপে অবৈধ বাংলাদেশিদের নিয়মিতকরণের আহ্বান ড. মুহাম্মদ ইউনূসেরবাগমারায় উপজেলা গাইড ক্যাম্প উপলক্ষ্যে তাঁবু জলসালড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে : নাহিদনাজিরপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতারাজশাহী বারিন্দ মেডিকেল কলেজে অবরুদ্ধ ৪ সমন্বয়ককে উদ্ধারঅতিরিক্ত আইজিসহ পুলিশের ৮২ কর্মকর্তা ওএসডিসবাই ঐক্যবদ্ধ থাকুন, দুঃসময়ে সেনাবাহিনীই আমাদের শক্তিমায়ের সঙ্গে পরিকল্পনা করে শাশুড়িকে টুকরোআলিয়া ভাটকে রক্ষা করলেন রণবীরবাঘা গ্রেপ্তার সেচ্ছাসেবকলীগ নেতাকুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগরায়গঞ্জের বায়তুল আমান জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলরাজশাহীতে চাকুরীর নামে ৪৫ লাখ টাকা আত্মসাৎনাহিদের পদত্যাগ, যা বললেন আসিফতানোরে স্থানীয় সরকার ও জাতীয় শহীদ সেনা দিবস পালিত
Home >> কৃষি >> দুর্গাপুরে শীতেও কমছে না সবজির দাম

দুর্গাপুরে শীতেও কমছে না সবজির দাম

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পূর্ণাঙ্গ শীতের মৌসুমেও কমছে না সবজির দাম। বিক্রেতাদের ভাষ্য ছিলো শীত এলেই নিয়ন্ত্রণে আসবে বাজার। তবে চড়া দামের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। প্রশ্ন উঠেছে ক্রেতার মনে, তবে কি মফস্বল এলাকায় কখনো কমবে না সবজির দাম?

রাজশাহী দুর্গাপুর উপজেলা কৃষি নির্ভর অর্থনীতির জন্য জেলাজুড়ে একটি ভিন্ন অবস্থান ছিলো সহজলভ্যতা ও স্বল্প মূল্যের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারদের আগমন ঘটতো নিয়মিত। তবে বিগত কয়েক বছরে পরিবর্তিত হতে থাকে পুরো প্রেক্ষাপট । শহরের ন্যায় সকল কিছুর উচ্চমূল্যে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। অনেকেই চেষ্টা করছেন ছোট ছোট কৃষির মাধ্যমে নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে। বছরজুড়েই অধিকাংশ সবজি ৫০ এর উপরে চড়া মূল্যে বিক্রি হয়। তবে শীতের মৌসুমে দাম কমবে এমনটা আশা করেছিলেন ক্রেতারা।

বিক্রেতাদের দাবি আগের থেকে কমেছে সব ধরনের সবজির দাম। কাঙ্খিত উৎপাদন কম হওয়ায় আশানুরূপ দাম কমছে না। অন্যদিকে ক্রেতারা বলছেন বিগত বছরগুলোতে এমন সময় সবজির দাম ছিলো হাতের নাগালে সেইসাথে সর্বোত্তম মানের পাওয়া যেতো।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি প্রতি পিস বাঁধাকপি পিস ৩০ টাকায় ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বেগুন ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, গাঁজর ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ টাকা, মূলা ২০ থেকে ২৫ টাকা, শসা ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, শালগম ৫০ টাকা, নতুন আলু ৪০ টাকা, সিম ৫০ টাকা, মটরশুঁটি ১২০ টাকা, মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ৫৫ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পালং শাক ১০, সবুজ শাক,১০, লালশাক ১০, ধনে পাতা ১০ টাকা মুঠো।

এছাড়াও ফুলকা প্রতি আঁটি ১৫ থেকে ২৫ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা ও এক হালি লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়।

ক্রেতা রফিকুল ইসলাম বলেন, দিনদিন সবজির দাম এত বৃদ্ধি পাচ্ছে ক্রয় ক্ষমতার ভিতর থাকছে না। থানা সদরে যদি এই অবস্থা হয় তবে শহরে কি অবস্থা? এটা অস্বীকার করার উপায় নেই প্রশাসনের নীরবতা লাগামহীন পুকুর খননের ফলে ব্যাপক উৎপাদন হ্রাস পেয়েছে। যার ফলে বিক্রেতারা উচ্চমূল্যে সবজি বিক্রি করার সুযোগ পাচ্ছে। মাঝখান থেকে পকেট কেটে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই।

দুর্গাপুর বাজারের সবজি বিক্রেতা জিয়া জানান, বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে আমাদের। কম দামে বিক্রি করব কিভাবে? বিগত বছরগুলোতে উৎপাদন ছিলো অনেক, তাই দাম থাকত কম। কিন্তু এবার তেমন উৎপাদন নেই, সেই সাথে ঢাকার ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করে সবজি কিনতে হচ্ছে। সেজন্য দাম একটু বেশি। আবার শহরে ভালো দাম হওয়ায় স্থানীয় বাজারগুলোতে পণ্য বিক্রি করতে কৃষকদের মাঝে অনীহা দেখা দিচ্ছে অনেকেই ছুটছেন শহর মুখে। তাই শহরের মতো এখানো দাম হয়ে গেছে। কম দামে পণ্য পেলে নিশ্চয়ই কম দামে বিক্রি করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news