ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কালেক্টরেট মাঠে দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বুধবার (২ ফেব্রুয়ারী) যুব ক্রিকেট স্কুল ১১ রানে ছোটবনগ্রাম ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
টস জয়ী যুব ক্রিকেট স্কুল ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৩০ রান।
দলের পক্ষে অনর্ভ ৩৮ ও সিজান ৩৩ রান করেন। ছোটবনগ্রামের শাওন ৮ রানে ২টি ও রবি ২১ রানে ১টি উইকেট নেন।
ছোটবনগ্রাম ১৩১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৯ রান। দলের পক্ষে খালিদ ৩৪ ও আরজুল ৩৬ রান করেন।
যুব ক্রিকেট স্কুলের তানভীর ৩৩ রানে ৩টি ও সিয়াম ১৫ রানে ২টি উইকেট নেন।