ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম বলেই লিটন দাসকে সাজঘরে পাঠিয়ে উল্লাসে ফেটে পড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের সকল উত্তেজনায় জল ঢেলে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় ওপেনার সুনিল নারিন। মাত্র ১৩ বলে বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন তিনি।
শুধু তাই নয়, সবমিলিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে এর চেয়ে কম বলে ফিফটির রেকর্ড আছে আর মাত্র তিনজনের। যুবরাজ সিং, ক্রিস গেইল ও হযরতউল্লাহ জাজাই ফিফটি করেছিলেন মাত্র ১২ বলে। তাদের ঠিক পরেই এখন নারিনের নাম। তিনি ফিফটি হাঁকিয়েছেন ১৩ বলে।
অন্যদিকে বিপিএল ইতিহাসে এতদিন ধরে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল আহমেদ শেহজাদের। বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে মাত্র ১৬ বলে ফিফটি করেছিলেন এ পাকিস্তানি ব্যাটার। সেই রেকর্ড ভেঙে বিপিএল ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরিয়ান হলেন নারিন।