ধূমকেতু নিউজ ডেস্ক : বিপিএলের ফাইনালের আগেই হুট করে বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়কত্ব করা সাকিব থাকেননি পূর্ব নির্ধারিত ট্রফি উন্মোচনের ফটোসেশনেও।
তার এই কাণ্ডে প্রশ্নবিদ্ধ হয় বিপিএলের জৈব সুরক্ষা বলয়। তবে নিয়ম বাঁচিয়ে দিয়েছে সাকিবকে। অনেকটা ভাগ্যবানের বোঝা ভগবান বওয়ার মতোই ঘটনা ঘটেছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের বেলায়।
করোনা নেগেটিভ সনদ নিয়েই তিনি আবার ঢুকেছেন জৈব সুরক্ষা বলয়ে। ফরচুন বরিশাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরীক্ষার ফল নেগেটিভ তাই ফাইনালে সাকিবের খেলা নিয়ে আর কোনো দুঃশিচন্তা।
আজ শুক্রবার বিকেল ৫টায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের অষ্টম আসরের ফাইনালে সাকিবের ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।