ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ হকি টুর্ণামেন্টের তিনটি খেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) প্রথম খেলায় সিপাইপাড়া হকি প্রশিক্ষন কেন্দ্র ২-০ গোলে এঞ্জেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠে।
বিজয়ী দলের পক্ষে তুফান ও রবি ১টি করে গোল করেন। দ্বিতীয় খেলায় রবি স্মৃতি সংঘ ৬-০ গোলে হারায় বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ স্মৃতি হকি ক্লাবকে হারায়।
হিরা তুহিন ১-০ গোলে দুরন্ত ক্রীড়া চক্রকে হারায়। বিজয়ী দলের পক্ষে হাবিব ১টি গোল করেন। আজকের
শুক্রবারের খেলায় রবি স্মৃতি সংঘ, ষষ্টিতলা নবারুন সংঘ অংশ গ্রহণ করবে। এই খেলার জয়ী দল ফাইনালে উঠবে।