ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মথুরাপুর শেখ রাসেল স্মৃতি সংঘ নাইট ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম ম্যাচে জয় পেয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুজানগর কাচাঁরীপাড়া রওশন ট্রেডাস ক্রিকেট টিম।
সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এ নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ম্যাচে নিশ্চিন্তপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে কাচাঁরীপাড়া রওশন ট্রেডার্স কোয়ার্টার ফাইনালে উঠে।
রোববার রাতে অনুষ্ঠিত এ খেলা বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, সুজানগরের ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা, আব্দুস সোবাহান, কাঁচারীপাড়া ক্লাবের শাহীন, মিন্টু, বাদশা, সাইফুল, চন্দনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপভোগ করেন।
কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, সুজানগর পৌরসভার কাঁচারীপাড়ায় অবস্থিত স্যানিটারী, ইলেক্ট্রিক ও টাইলস্ এর পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান রওশন ট্রেডার্স এর কর্ণধার ফিরোজ রানা, আব্দুস সোবাহান তারা তাদের ব্যবসার পাশাপাশি স্থানীয় তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলায় অংশগ্রহণ করা সত্যিই প্রশংসার দাবি রাখে।
এ বিষয়ে রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা, আব্দুস সোবাহান জানান, ব্যবসায়িক চিন্তার পাশাপাশি তরুণ সমাজকে সুস্থ বিনোদন দেবার লক্ষেই মূলত তাদের এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করা।