ধূমকেতু প্রতিবেদক : জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর চূড়ান্ত পর্বের দুটি সেমিফাইনাল খেলা বুধবার (৩০ মার্চ) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম সেমিতে লিভা আকতারে হ্যাট্রিকের সুবাদে সফররত লালমরিহাট ৩-০ গোলে মাগুরা জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে লিভা আকতার একাই ৩টি গোল করেন।
রেফারীর দায়িত্ব পালন করেন, তাহমিনা তাকে সহযোগিতা করেন সোহানা, শাহীন ও খালেক।
অন্য সেমিতে স্বাগতিক রাজশাহী ও সফররত ব্রাম্ভনবাড়িয়া ১-১ গোলে ড্র করে দিনের খেলা শেষ করে। খেলার প্রথমার্ধের স্বাগতিক রাজশাহীর ¤্রীমতি অর্চনা ১৯ মিনিটে ১টি গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় ও প্রথমার্ধের খেলা ১-০ গোলে শেষ হয়।
দিত্বীয়ার্ধের খেলা শুরু হলে সফররত ব্রাহ্মণবাড়িয়ার তামান্না আকতার ৬০ মিনিটে ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত উভয় দলই গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে।
ট্রাইবেকারে রাজশাহী ৪-৩ গোলে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে ফাইনালে উঠে। রেফারীর দায়িত্ব পালন করেন আলো তাকে সহযোগিতা করেন মরিয়ম, উর্মী বর্মন ও সাবনুর।