ধূমকেতু নিউজ ডেস্ক : ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করায় যুক্তরাজ্যের এক নাগরিককে ৬ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি।
গত বছরের জুন-জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকে হেরে যায় ইংল্যান্ড। সেই সময় ইংলিশদের হয়ে পেনাল্টি মিস করেন র্যাশফোর্ড, বুকায়ো সাকা ও জেডন স্যানচো।
এই ঘটনার পর থেকেই তাদের উদ্দেশে বিভিন্ন সামাজিকযোগাযোগ মাধ্যমে বর্ণবাদমূলক মন্তব্য করে আসছিল ১৯ বছর বয়সী লি প্রাইস। পরে গত ১৭ মার্চ ওরচেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের শুনানিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানোর কথা স্বীকার করেন তিনি।