ধূমকেতু প্রতিবেদক : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলায় শনিবার (৯ এপ্রিল) সফররত নেত্রোকনা জেলা ১৬ রানে হারায় কুড়িগ্রাম জেলাকে।
টসে হেরে সেত্রোকনা জেলা ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৩৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ রাসেল মাহমুদ ৪৩ ও আসিফ মাহমুদ ৩০ রান করেন।
বিপক্ষে মেহেদী ১৯ , সাধন ২৯ ও সোহেল ৪৫ রানে রানে ২টি করে উইকেট নেন। এছাড়াও নাজমুল ১৩ রানে ৩টি উইকেট নেন।
জবাবে কুড়িগ্রাম জেলা ৩৪.৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ নিলয় ৩৬ ও সাধন ২৬ রান করেন।
বিপক্ষে ইফতিয়ার ওয়াহিদ ৫২ রানে ৩টি, দুরুপম ১৮ , সাগর সরকার ২০ ও আসিফ মাহমুদ ২৭ রানে ২টি করে উইকেট নেন।