ধূমকেতু প্রতিবেদক : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের খেলায় সোমবার (১১ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ৬ উইকেটে হারায় হাজি মুহাম্মদ মহসিন সরকারী স্কুলকে।
টস জয়ী হাজি মুহম্মদ মহসিন ব্যাট করতে নেমে ২৩.৩ ওভারে সবকটি উইকেট খুইয়ে সংগ্রহ করে ৯৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ইয়াসির আরাফাত ২৪ রান করেন।
বিপক্ষে দলের পক্ষে সিয়াম ১৮ রান খরচায় ৫টি, আবির ২ ও অপুর্ব ৩০ রান খরচায় ২টি করে উইকেট নেন।
জবাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ব্যাট করতে নেমে ১৪.৫ ওভারে ৪ উইকেট খুইয়ে সংগ্রহ করে ৯৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ সমাপদ ৪২ ও অপুর্ব অপরাজিত ২৩ রান করেন।
বিপক্ষ দলের পক্ষে আবিদ কাসনাথ ৩২ ও মিয়া কাজল ৩১ রানে ২টি করে উইকেট নেন।
আজকের খেলায় বালিয়াপুকুর বিদ্যানিকেতন স্কুল ও রাজশাহী কলেজিয়েট স্কুল অংশ নেবে।