ধূমকেতু প্রতিবেদক : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের খেলায় বুধবার (১৩ এপ্রিল) লোকনাথ স্কুল ৬ উইকেটে হারায় মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয়কে।
মেহেরচন্ডি টসে হেরে ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৪০ রান।
দলের পক্ষে সর্বোচ্চ মিনাজুল ইসলাম ৪৮ ও সাগর ৩২ রান করেন। বিপক্ষে মাহিদ ১৭ রানে ৬টি ও রাজিব ১৬ রানে ২টি উইকেট নেন।
জবাবে লোকনাথ ব্যাট করতে নেমে ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৪১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ফেরদৌস ৩২ আলিম আলি অপরাজিত ২২ ও মিনহাজ অপরাজিত ২৪ রান করেন।
বিপক্ষে দলের মুকিতুল, সাগর ও মিনহাজুল ইসলাম ১টি করে উইকেট নেন।
আজকের খেলায় শিরইল সরকারী স্কুল ও রাজশাহী বিশ্বদ্যিালয় স্কুল অংশ নেবে।