ধূমকেতু প্রতিবেদক : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের খেলায় রোববার (১৭ এপ্রিল) রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ৭ উইকেটে হারায় বালিয়াপুকুর বিদ্যা নিকেতনকে।
টস জয়ী বালিয়াপুকুর ব্যাট করতে নেমে ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। দলের পক্ষে সর্বোচ্চ আপন হোসেন ২০ ও আলী আরাফাত ৬২ রান করেন।
বিপক্ষে আজাদ আলী ১৪ রানে ৪টি, আতিক হাসান ৬৪ রানে ৩টি ও রাফি ১৯ রানে ২টি উইকেট নেন।
জবাবে শিক্ষা বোর্ড ব্যাট করতে নেমে সজিব কবিীরের শতকের সুবাদে ৩ উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান।
দলের পক্ষে সর্বোচ্চ সজিব ১০৩ ও সরিফ আব্দুল্লাহ ২৫ রান করেন। বিপক্ষে নাহিদ ৪৬ রানে ২টি উইকেট নেন।