ধূমকেতু প্রতিবেদক : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের খেলায় সোমবার (১৮ এপ্রিল) হাজি মুহাম্মদ মহসিন সরকারী স্কুল ৫০ রানে শিরইল সরকারী হাই স্কুলকে পরাজিত করে।
টস জয় হাজি মুহাম্মদ ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৮৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ডিপাওন কর্মকার ৩২ ও তরিকুল ইসলাম ৮৭ রান করেন।
বিপক্ষে আব্দুল রৌশন ৩৩ রানে ৩টি ও আবু বাসির ৪৯ রানে ৪টি উইকেট নেন। জবাবে শিরইল স্কুল ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৩৪ রান।
দলের পক্ষে সর্বোচ্চ শোভন ২০ ও মোত্তাকিম মৌও ৩২ রান করেন।
বিপক্ষে দলের পক্ষে তরিকুল ইসলাম ১৭ রানে ৪টি ও সিয়াম হোসেন ৮ রানে ২টি ও আবিদ হাসনাত ৪৮ রানে ৩টি উইকেট নেন।