ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ রাসেল স্মৃতি ক্যারাম ও নাইট ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
শনিবার (১৮ জুন) রাত সাড়ে ৮ টায় ধরমপুর দক্ষিনপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, উপ দপ্তর সম্পাদক পংকজ দে, উপ প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আলিমুল হাসান সজল, আশীষ তরু দে সরকার অর্পণ, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার।
আরও উপস্থিত ছিলেন, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকসেদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত হাবিব মিনার, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম প্রমুখ।