ধূমকেতু নিউজ ডেস্ক : শহিদ আফ্রিদির মেয়ে আনসা আফ্রিদি এখন শাহিন শাহ আফ্রিদির বাগদত্তা। অনুষ্ঠান করে আনসাকে ঘরে তোলার এখনো বাকি। তবে তাদের দেখা-সাক্ষাৎ হয়।
পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি প্রথমবারের মতো প্রেমিকাকে নিয়ে মুখ খুলেছেন।
জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে শাহিন শাহ আফ্রিদি বলেন, বুম বুম আফ্রিদির মেয়েকে বিয়ে করব এটি আমার বাসনা ছিল।
‘এটি আমার আগে থেকেই ইচ্ছে ছিল, আলহামদুলিল্লাহ সেটি পূরণ হয়েছে।’
বাগদত্তার সঙ্গে দেখা করেছেন জানিয়ে আফ্রিদি বলেন, আমি তার সঙ্গে দেখা করে এসেছি, আবারও দেখা হবে।
আপনার মেয়ে ভক্তদের নিয়ে আনসা ঈর্ষা বোধ করেন কিনা প্রশ্নে ২১ বছর বয়সি এই সিমার বলেন, এ বিষয়ে আমি নিশ্চিত নই যে সে ঈর্ষা করে কিনা।
‘আমি নিশ্চিত নই। সে এমনটি অনুভব করে থাকতে পারে।’
অল্প বয়সে বাগদান করে ফেলায় নারী ভক্তরা হতাশ হয়েছে কিনা এমন প্রশ্নে এই সুদর্শন বলেন, ‘আমি আমার হৃদয়কে খুঁজে পেয়েছি। সে-ই আমার জন্য যথেষ্ট।’