ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় দুয়ারপাল, কালাইবাড়ী যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত আন্ত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) কালাইবাড়ি ইঁভাটা মাঠে অনুষ্ঠিত খেলায় দুরন্ত একাদশকে ৫ উইকেটে হারিয়ে লায়ন্স একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ইউসুফ আলী এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়েছেন কোরাইশিন।
খেলা শেষে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন, ওয়ার্ড সদস্য জাকারিয়া হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্, নিতপুর ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম শাহ্, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সংশ্লিষ্ট সংঘের সভাপতি আনোয়ার হোসেনসহ সদস্যবৃন্দ।