ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সোমবার (১০ অক্টোবর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ী দল সমূহের ৮টি জেলার ৪৮ জন দাবাড়ু নিয়ে তিনদিন ব্যাপী বিভাগীয় পর্যায়ের মার্কস একটিভ স্কুল দাবা চ্যাম্পস প্রতিযোগিতা শুরু হয়েছে।
এই প্রতিযোগিতার উদ্বোধন করেন দাবা সমিতির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মানজালম।
বিশেষ অতিথি ছিলেন, বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল হক।
এসময় উপস্থিত ছিলেন, সাইক্লেনিং সমিতির সদস্য সচিব শেখ মাহমুদুন নবী তুষার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য হাবিব আহমেদ খান রনি, দাবা ফেডারেশনের চীপ আরবিটার ইয়াসিন আরাফাত সুমন।
বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান মিলন।