রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগের ফল

ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগে শুক্রবার (২১ অক্টোবর) মুক্তি সংঘ ৭ উইকেটে হারায় রানীনগর ক্রিকেট ক্লাবকে।
টসে হেরে রানীনগর ব্যাট করতে নেমে ৪১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৫ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ইউনুস ৫৫ ও তারেক ২৭ রান করেন। বিপক্ষে ইমন ১৬ রানে ৪টি ও বিদ্যুৎ ২২ রানে ৩টি উইকেট নেন।
জবাবে মুক্তি সংঘ ব্যাট করতে নেমে ২১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১১৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ইমন ৬৯ ও রাজেশ ২০ রান করেন। বিপক্ষে ইয়াসিন ১৪ রানে ২টি উইকেট নেন।