জেলা মহিলা ক্রীড়া সংস্থার ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটায় রাজশাহী নগরীর রিভার ভিও কালেক্টরেট স্কুলের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজয় দিবসের এইদিনে শিশু ও নারীদের জন্য নানানরকম খেলার আয়োজন করেন তারা। ৮বছর পর্যন্ত শিশুদের সাধারণ দৌড়, ৯-১৫ বছর বয়সী শিশুদের মার্বেল দৌড়,১৬-৩০ বছর বয়সী মহিলা দের সাধারণ দৌড়, ৩১-৪০ বছর বয়সী নারীদের চেয়ার খেলা, চল্লিশ উর্ধ্ব নারীদের জন্য ভাগ্যপরিক্ষা ও আগত কর্মকর্তা ও মহিলা ক্রীড়া সংস্থার সদস্যদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিনা রহমান শিশির।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিকা খানম ছবি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে সাবা ও হাবিবা আক্তার, সদস্য রহিমা আক্তার জাহান, শামীমা করিম পপি।

আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদা আলম রোজী, সহ সভানেত্রী কিবরিয়া আক্তার বানু, সদস্য জাহানারা বেগম, শাহানারা বেগম, আফরোজা খান হেলেন, জিন্নাতুন্নেসা রেবা, রহিমা আক্তার জাহান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিনা রহমান শিশির।

Scroll to Top