অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ

ধূমকেতু নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপের ফাইনালে এমবাপের জোড়া গোলে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরলেন ফ্রান্স। ২-২ গোলে লড়ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে শিরোপা জয়ের বেশ কাছাকাছিই চলে গিয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা তখন বাকি আর মাত্র ১০ মিনিট। লিওনেল মেসির দল তখনও ২-০ ব্যবধানে এগিয়ে ছিল।
কিন্তু এমবাপ্পের জাদুতে ২-২ ব্যবধানে সমতায় শেষ হয়েছে নির্ধারিত সময়ের খেলা। ফলে বিশ্বকাপের ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে। এই সময়েও কোনো দল গোল করতে না পারলে ম্যাচের ফল গড়াবে টাইব্রেকারে।
ম্যাচের ৭৮ মিনিট কোলো মুয়ানি বল নিয়ে ভিতরে ঢোকেন। তাকে আটকাতে গিয়ে হাঁটু দিয়ে মেরে ফেলে দেন ওটামেন্ডি। পেনাল্টি পায় ফ্রান্স। বড় ভুল করে ফেললেন ওটামেন্ডি। পেনাল্টি থেকে এমবাপে গোল করতে কোনও ভুল করেননি পেনাল্টি থেকে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন এমবাপে। এ বারও করলেন। সঠিক সময়ে দুরন্ত প্রত্য়াবর্তন ফ্রান্সের।
ম্যাচের ৮১ মিনিট- কী দুরন্ত প্রত্যাবর্তন। দুরন্ত ফ্রান্স। দুরন্ত এমবাপে। মাত্র ৪ মিনিটে বদলে গেল ম্যাচের রং। পেনাল্টির পরের মিনিটেই সমতা ফেরান এমবাপে। ডান দিক থেকে এমবাপেকে লম্বা বল বাড়িয়েছিলেন কোমান। থুরামের সঙ্গে দ্রুত পাস খেলে মাটিতে পড়ে যাওয়ার আগে দুরন্ত গোল এমবাপের।
রোববার লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর ৩৭তম মিনিটে ডি মারিয়ার গোলে আলবিসেলেস্তেরা ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা।