ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আন্ত:জেলা অনুর্ধ্ব -১৫ মহিলা ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কিবরিয়া আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এডিসি শিক্ষা জয়া মারিয়া প্রেরেরা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদা আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহারুন্নেসা শিমুল, কোষাধ্যক্ষ জাহানারা বেগম।
আরও উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য শামীমা করিম, হেলেন খান, শাহানারা বেগম, রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিকা খানম ছবিসহ ৭টি জেলার সেক্রেটারি ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, রোববার ৭টি দল নিয়ে শুরু হয় আন্ত:জেলা অনুর্ধ্ব-১৫ মহিলা ফুটবল টুর্ণামেন্ট। টুর্ণামেন্টে অংশগ্রহণ করে রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ দল।
সোমবার বিকালে রাজশাহী ও সিরাজগঞ্জ ফাইনাল ম্যাচে ৩-১ গোলে বিজয়ী হয় রাজশাহী।