ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া গোল্ডেন ক্লাবের উদ্যোগে আদিবাসী যুব নারী ও পুরুষের অংশগ্রহণে ৩দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ফুটবল টুর্ণামেন্ট খেলার সমাপনী অনুষ্ঠিত করা হয়।
জানা গেছে, বাধাইড় ইউনিয়নের জুমার পাড়া গোল্ডেন ক্লাবের আয়োজনে রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপী এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলার ফাইনালে বেলপুকুরিয়া চ্যাম্পিয়ন ও রাজশাহী খ্রীষ্টান হোস্টেল রানার আপ হয়।
অপরদিকে নারীদের খেলায় চক ব্যাধাইড় চ্যাম্পিয়ন এবং রানার জোতগোকুল জোগিবাড়ি ফুটবল দল রানার আপ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
তিনি বলেন, মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ততা বাড়ানোর জন্য আহ্বান জানান চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হাসান, সহকারী শিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষক সামসুল হক, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, যুবলীগের ওয়ার্ড সভাপতি সাদিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আহসান হাবিব, এএসআই ডিএসবি আনিসুর রহমান, মানব কল্যাণ পরিষদের উপজেলা কো-অডিনেটর শহিদুল ইসলাম, জুমার পাড়া গোল্ডেন ক্লাবের সভাপতি সনাতন সরেন প্রমুখ।


