ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭ টায় উপজেলার জিরো পয়েন্ট নিউ মার্কেট কোডে সাপাহার ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আয়োজিত খেলায় প্রধান অতিথি থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
সাপাহার ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সভাপতি প্রভাষক জুলফিকার আলী সম্রাট এর সভাপতিত্বে টুর্ণামেন্টে বিশেষ অতিথি ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, সাপহার থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।
আরও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বী।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপাহার ব্যাডমিন্টন ক্লাবের উপদেষ্টা আব্দুল বারী শাহ্ চৌধুরী, নওগাঁ জেলা আওয়ামী মহিলা লীগের সহ সভাপতি সোমা মজুমদার, সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত টুর্ণামেন্টে রানার্স আপ হয় চাঁপাই কানসার্টের আওয়াল টিম-১ ও চাম্পিয়ন হয় কানসার্টের আওয়াল টিম-২।
উল্লেখ্য রংপুর, রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট চাঁপাইসহ দেশের বিভিন্ন জেলার মোট ১৬ টি টিম উক্ত টুর্ণামেন্টে অংশ গ্রহণ করে।


