ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল এর স্মরণে ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় তামাই ক্লাব লিঃএর আয়োজনে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল এর স্মরণে ভলিবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ফজলার রহমান তালুকদার।
আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল এর স্মরণে ভলিবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ভবিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল) বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ।
আরও উপস্থিত ছিলেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন,৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামসহ তামাই গ্ৰামের গণ্যমান্য মুরব্বি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন তামাই ভলিবল ক্লাব ও ঢাকা ভলিবল ক্লাব । টুর্ণামেন্টে বিজয়ী হন তামাই ভলিবল ক্লাব । খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও এমপি মমিন মন্ডল।


