ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সিঙ্গেল ডাবল ৩২ দল নিয়ে প্রথম বারের মত ৯নং ওয়ার্ড ব্যাডমিন্টন প্রিমিয়াম লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
শুক্রবার (১০ মার্চ) রাত ১০ টায় পাঠান পাড়া শহীদ কামরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাসিকের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল।
তিনি বলেন, খেলাধুলা শরীর মনকে সজেত রাখে। প্রতি বছর এই মাঠে খেলার আয়োজন করলে আমি সবকিছু দিয়ে সহযোগিতা করব। এইভাবে প্রতিটি ওয়ার্ডে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট করা উচিত, যাতে আগামী দিন নতুন প্রজন্ম এই খেলাকে ধরে রাখতে পারে।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক তোফাজ্জল হোসেন, কমিটির সদস্য তমাল হোসেন রবিন।
খেলা পরিচালনা করেন, তনময় ও ডা. মাহাফুজল হক রানা।