ধূমকেতু নিউজ ডেস্ক : হাইব্রিড মডেলে সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হচ্ছে কিছুক্ষণ পর।
লঙ্কানদের মাটিতে ম্যাচ হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। লিটনের মতো ইনজুরির কারণে ছিটকে পড়েছেন পেসার এবাদত হোসেনও।