ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সাঁতার শিখন কর্মসূচী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে ১৪ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে নগরীর সপুরাস্থ রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সাঁতার প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজশাহী অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক কল্যান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা প্রকল্প রাজশাহীর সিপিসিএম মোখলেসুর রহমান পিন্টু, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ পরিচালক এটিএম গোলাম মাহবুব, ক্রীড়া অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ পরিচালক (অবঃ) আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি।
এসময় উপস্থিত ছিলেন, সাঁতার শিখন কর্মসূচীর প্রশিক্ষকবৃন্দ আব্দুর রউফ (রিপন), রিয়া আক্তার (জলি) ও তন্নি আক্তারসহ শিক্ষার্থীরা।