ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে তারুণ্যের উৎসব রোলার স্কেটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সামনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সভায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক গাউসুজ্জামান (মুইন)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, রাজশাহী রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার, রাজশাহী নর্থ বেঙ্গল স্পোটিং ক্লাবের সভাপতি হাসনাত হোসেন ফয়সাল জন, বিশিষ্ট সমাজসেবক আকতারুল হাসান অপু।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রোলার স্কেটিং ক্লাবের কোচ গোল্ড মেডেলিস্ট মেহেদি হাসান এবং সহকারী প্রশিক্ষক সাজু ইসলাম, রাহিন হোসেন ও আজিজুল ইসলাম প্রমুখ।
রোলার স্কেটিং প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে শতাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।