ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিয়ামতপুর হাই স্কুল মাঠে টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা হয়।
ফাইনাল খেলায় ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ৩নং ভাবিচা ইউনিয়ন বিজয়ী হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, ক্রীড়া সমন্বয়ক আব্দুল মতিনসহ উপজেলা ক্রীড়া পরিষদের সকল সদস্যবৃন্দ প্রমুখ।