ধূমকেতু প্রতিবেদক : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জেলা ও বিভাগীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহ-কমিশনার শাহিন মিয়া।
ফাইনাল বিভাগীয় খেলায় বগুড়া পুলিশ লাইন স্কুল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে পাবনা রাধানগর মজুমদার একাডেমিক স্কুল এন্ড কলেজ।
জেলা পর্যায়ের খেলায় চাম্পিয়ন হয়েছে রাজশাহীর লোকনাথ উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছেন রিভারভিউ ক্যাডেট কলেজ রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হালিম, ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান, প্রাইম ব্যাংক লিঃ, রাজশাহী অঞ্চল।
সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সহ), রাজশাহী।
এছাড়াও, এই অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী আয়োজনে ক্রিকেটপ্রেমীরা উজ্জ্বল মুহূর্তগুলো উপভোগ করেছেন।
অনুষ্ঠানটি বিকাল ৩.৩০ ঘটিকায় শুরু হয় এবং সুষ্ঠু, আনন্দমুখর পরিবেশে সকল দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।