ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুবার জুয়াড়ির প্রস্তাব গোপন করায় তিন বছরের জন্য নিষিদ্ধ হন পাক দলের উইকেটকিপার ব্যাটসম্যান উমর আকমল। আপিলে সাজার মেয়াদ কমলেও যে দলে আর সুযোগ মিলবে না, তার ঢের টের পেয়ে গেছেন।
ক্রিকেট থেকে এতোদিন দূরে থাকা এ খেলোয়াড় জানালেন, ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
টুইটারে এ খবর দিতেই পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের অনেকেই তাকে লিখেছেন – সেখানে থেকে ফেরার দরকার নেই আর।
টুইটে নিজের ও প্লেনের টিকিটের ছবি পোস্ট করে আকমল লিখেছেন, ‘ব্যক্তিগত কিছু কাজের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সবকিছু ঠিকঠাকমতো হলে সেখানে কিছুদিন থাকব। আমার জন্য সমর্থকেরা সব সময় যেভাবে প্রার্থনা করেন, এখনো তা করার অনুরোধ জানাচ্ছি।’
আকমলের এমন টুইটের পর পরই পাক ক্রিকেটে গুঞ্জন ছড়িয়েছে, পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। পাকিস্তান দলে ঠাঁই পাওয়ার সম্ভাবনা না দেখে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন!
এমন গুঞ্জনের মধ্যেই আকমলের সেই টুইটে অনেকেই লিখেছেন, ‘ফিরে আসার দরকার নাই, ওখানেই থাকো’,
কেউ কেউ লিখেছেন, ‘চলে যাও। আমরা তোমাকে পেছনে ফেলে এসেছি’।