ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী মাঠের লড়াইয়ে অংশ নেবে।
এ ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের সাবেক তারকা পেসার আব্দুল রাজ্জাক বলেছেন, পাকিস্তানের বিপক্ষে লড়াই করার সক্ষমতা ভারতীয় ক্রিকেট দলের নেই।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান র্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে এক, ওয়ানডেতে দুই আর টেস্টে ভারতের থেকে তিনধাপ পিছিয়ে রয়েছে পাকিস্তান। তারপরও পাকিস্তানের সাবেক তারকার দাবি পাকিস্তানের সঙ্গে লড়াই করতে সক্ষম নয় ভারত।
এক সাক্ষাৎকারে রাজ্জাক বলেছেন, আমার মতে পাকিস্তানের সঙ্গে ভারত কোনোভাবেই লড়াই করতে পারবে না। পাকিস্তান দলে যেসব প্রতিভা আছে, তা সম্পূর্ণ ভিন্ন। আমার মতে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ না হওয়া ক্রিকেটের জন্য বড় ক্ষতি। ভারত-পাকিস্তান সিরিজ হলে ক্রিকেট বিশ্লেষকরা সহজেই বুঝতেন পাকিস্তান দলের মতো প্রতিভা ভারতে নেই। এসব সিরিজে কোন ক্রিকেটার কতটা চাপ সামলাতে সক্ষম তার আসল পরীক্ষা হয়।
পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪৩ ম্যাচে ৩৮৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৬টি সেঞ্চুরি আর ৩০টি ফিফটির সাহায্যে ৭ হাজার ৪১৯ রান সংগ্রহ করেন আব্দুল রাজ্জাক।
পাকিস্তানের সাবেক এই তারকা অলরাউন্ডার আরও বলেন, দল হিসেবে ভারত ভালো। তবে প্রতিভার দিক থেকে আমাদের দলে ইমরান খান ছিল, ভারতে ছিল কপিল দেব। কপিল দেবের তুলনায় ইমরান খান অনেক ভালো। ভারতীয় দলে ওয়াসিম আকরামের মতো একজনও ছিল না। জাভেদ মিঁয়াদাদের সঙ্গেও সুনীল গাভাস্কারের কোনো তুলনা হয় না। আমাদের ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানের পরিবর্তে ভারতে ছিল বীরেন্দ্রর শেহবাগ ও রাহুল দ্রাবিড়। সবদিক বিবেচনায় পাকিস্তান থেকে বরাবর অধিক ভালো ক্রিকেটার উঠে এসেছে। এসব কারণেই ভারত আমাদের বিপক্ষে খেলতে চায় না।