ধূমকেতু নিউজ ডেস্ক : পিঠের ইনজুরিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। তার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন রিজার্ভে থাকা রুবেল হোসেন।
মঙ্গলবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, পিঠের চোটে পড়া মোহাম্মদ সাইফউদ্দিন আর চলতি বিশ্বকাপে খেলতে পারবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশে আর দেখা যাবে না তাকে। আর রুবেল হোসেনের সংযুক্তির অনুমোদনের ব্যাপারে জানায় সাইটটি।
এর আগে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন সাইফউদ্দিন। ওই ম্যাচেই পিঠে চোট পান তিনি। এরপর ছিলেন অবজার্ভেশনে।
অপরদিকে দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবেই ওমান এবং আরব আমিরাতে সফর করছিলেন রুবেল হোসেন।