ধূমকেতু নিউজ ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পারফর্মেন্সের ছিটেফোঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। তবে বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দাপটের সঙ্গে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। দুবাই কন্ডিশনে গিয়েই এক অন্য বাংলাদেশকে দেখছে ক্রীড়াপ্রেমীরা।
এদিকে বিশ্বকাপের প্রথম পর্বেই স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়ে সুপার টুয়েলভে যায় মাহমুদউল্লাহর দল। কিন্তু সুপার টুয়েলভে গিয়ে পুরোনো বাংলাদেশকে দেখছে সবাই। যা নিয়ে চলছে তীব্র সমালোচনা।
এ সমালোচানার আগুন আরও উসকে দিলেন সাকিবপত্নী। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন শিশির। সেখানে তিনি লেখেন, আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি?
সাকিব পত্নী আরও লেখেন, আমি ভাবছি কিভাবে আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে জিততে পারিনি, যখন আমাদের গতি তারকারা এবং তথাকথিত সেরা ওপেনিং জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়!
ইশ, যদি আমরা সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টক শো করতাম, তাহলে আজ আমাদের ব্যর্থ হতে হতো না।