ধূমকেতু নিউজ ডেস্ক : সেদিনও লিভারপুলের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল ম্যানইউ। মাঠে দুঃসময়ই যাচ্ছে। নিজে গোল করতে পারছেন না। দল হারছে।
তবে মাঠের দুঃসময়ের ছাপ ব্যক্তিগত জীবনে পড়তে দেননি এই পর্তুগিজ সুপারস্টার। পরিবার নিয়ে সুখেই সময় কাটছে তার।
ভক্তদের দারুণ এক সুসংবাদ শোনালেন রোনাল্ডো। দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের বাবা হতে চলেছেন তিনি।
ইনস্টাগ্রামে ভক্তদের সেই সুখবর নিজেই দিলেন রোনাল্ডো।
প্রেমিকা জর্জিনা রুদ্রিগেজের সঙ্গে একটি ছবি আপলোড করে সিআর সেভেন লিখেছেন, ‘এটা জানিয়ে খুবই আনন্দ পাচ্ছি যে, আমরা যমজ সন্তানের অপেক্ষা করছি। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে।তোমাদের জন্য অপেক্ষার তর সইছে না।’
উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের বাবা হতে চলেছেন রোনাল্ডো। ২০১৭ সালে গর্ভ ভাড়ার (সারোগেসি) মাধ্যমে দুই যমজ সন্তান আসে রোনাল্ডোর পরিবারে।
একই বছর জর্জিনার কোলজুড়ে আসে রোনাল্ডোর চতুর্থ সন্তান অ্যালানা মার্টিন। এর আগে এ পর্তুগিজ সুপারস্টারের প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের জন্ম হয় ২০১০ সালে ।
এখন যমজ সন্তানেরা জন্ম নিলেই ছয় সন্তানের বাবা হয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।