ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি বলেছেন, ভারতের সেমিফাইনালের আশা শেষ।
সাবেক এ অধিনায়ক বলেন, ভারতের এখনও সেমিফাইনালের যোগ্যতা অর্জনের একটা সুযোগ রয়েছে। কিন্তু তারা যেভাবে ইভেন্টে তাদের দুটি বড় ম্যাচ খেলেছে, তাদের যোগ্যতা অর্জন দেখতে হলে একটা অলৌকিক ঘটনার দরকার, এটা ছাড়া আর কিছুই লাগবে না।
চলতি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে বিশ্বকাপের চলতি আসর শুরু ভারতের। প্রথম ম্যাচ খেলার ছয় দিনের লম্বা বিরতি শেষে সপ্তম দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে যায় কোহলিরা।
পাকিস্তানের বিপক্ষে ১৫১/৭ রানে ইনিংস গুটানো ভারত হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ১১০/৭ রানে থেমে যাওয়া ভারত ম্যাচ হারে ৮ উইকেটে।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারের কারণে ভারতের বিশ্বকাপের সেমিফাইনালের আশা কার্যত শেষ।
নিজেদের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকেও। সেই ম্যাচে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।