ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।
অস্ট্রেলিয়ার যে দলটি বাংলাদেশের সঙ্গে খেলেছে, ঠিক সেই অপরিবর্তিত দল খেলছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও। তবে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা রবি রামপালের পরিবর্তে হেউডেন ওয়ালসকে দলে এনেছে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রিস গেইল, এভিন লুইস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, হেডেন ওয়ালশ।