ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দুবাই থেকে দেশে ফিরেই বিপাকে পড়েছেন হার্দিক পাণ্ডিয়া। বিমানবন্দরের শুল্ক বিভাগ তার কাছ থেকে ৫ কোটি রুপির দু’টি ঘড়ি বাজেয়াপ্ত করেছে। খবর ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের।
রোববার (১৪ নভেম্বর) রাতে দেশে ফিরেন এই ভারতীয় ক্রিকেটার। সেই সময়ে শুল্ক বিভাগ তার কাছ থেকে ৫ কোটি রুপির দু’টি ঘড়ি বাজেয়াপ্ত করে। কারণ, পাণ্ডিয়া যে ঘড়ি কিনেছেন এমন কোনো ক্রয়পত্র তিনি দেখাতে পারেননি। পাশাপাশি ঘড়ি দু’টিকে তিনি কাস্টমস আইটেম হিসেবেও তিনি দেখাননি। সেই কারণেই শুল্ক বিভাগের কর্মকর্তারা তার দামি ঘড়়িগুলো বাজেয়াপ্ত করেন।