ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের খেলায় বুধবার (২৪ নভেম্বর) লার্নিং পয়েন্ট ক্রিকেট ক্লাব ৪ উইকেটে হারায় রাজশাহী ক্রিকেট কোচিং স্কুলকে।
টস জয়ী রাজশাহী ক্রিকেট কোচিং ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১০৪ রান। দলের পক্ষে মোকাদ্দেশ ৪৪ ও অর্নব ২৩ রান করেন। বিপক্ষে সবুজ ২২ রানে ৩টি ও জীম ১৪ রানে ২টি উইকেট নেন।
জবাবে লার্নিং পয়েন্ট ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১০৭ রান। দলের পক্ষে সবুজ ৪১ ও নহর ৩০ রান করেন। বিপক্ষে রায়হান ১৭ রানে ৩টি ও মাইনুল ৮ রানে ২টি উইকেট নেন।
দিনের অন্য খেলায় মুক্তি সংঘ ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় গ্রীণ গø্যাক্সিকে। টসে হেরে গ্রীণ গø্যাক্সি ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৫৯ রান। দলের পক্ষে হাসিব ১৩ ও সবুজ ২১ রান করেন।
বিপক্ষে নাইম ৪ ও জনি ৩ রানে ২টি করে উইকেট নেন। জবাবে মুক্তি সংঘ ৭.১ ওভারে কোন উইকেট না হারিয়ে তোলে ৬০ রান। দলের পক্ষে ইমন ৩৯ ও রমজান ১৬ রান করেন।