ধূমকেতু নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে ভারত দলের ভরাডুবির পর বিশ্রাম গিয়েছিলেন এতোদিন।
তবে কোহলির এই ফেরার দিনে তিন তিনটি দুঃসংবাদ ভেসে এলো ভারত শিবিরে।
চোটের কারণে ওয়াংখেড়ে টেস্ট থেকে ছিটকে গেলেন অজিঙ্কা রাহানে, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার ইশান্ত শর্মা।
শুক্রবার ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কোহলির অবর্তমানে কানপুরে প্রথম টেস্টে অজিঙ্কা রাহানেই ভারত দলের অধিনায়কত্ব করেছেন। আর তিনিই নেই দ্বিতীয় টেস্টে।
এ বিষয়ে বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট পান রাহানে। এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। বোর্ডের মেডিকেল টিম তাকে বিশ্রাম দিয়েছে এই টেস্টে। ফিজিওদের পর্যবেক্ষণে থাকবেন এই ব্যাটার।
এদিকে কানপুর টেস্টেই শেষ দিন বল করার সময় ডান হাতে ইশান্ত চোট পান বলে জানিয়েছে বোর্ড।
তাই দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রামে পাঠানো হয়েছে। অন্যদিকে ডান হাতে চোট পেয়েছেন জাদেজা। তার হাত ফুলে রয়েছে। তার স্ক্যান রিপোর্টও ভালো নয়। তাই তাকেও প্রথম একাদশ থেকে বাদ দিয়ে পর্যবেক্ষণে রেখেছে বোর্ডের মেডিকেল টিম।
রাহানের জায়গায় খেলবেন কোহলির খেলা নিশ্চিত আর ইশানের বদলি হিসেবে পেসার মোহাম্মদ সিরাজও অনেকটা নিশ্চিত। তবে রবীন্দ্র জাদেজার বিকল্প নিয়ে ভাবনায় পড়েছে সৌরভ গাঙ্গুলির বোর্ড।
জয়ন্ত যাদব কিংবা প্রসিধ কৃষ্ণকে খেলানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।