ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে লড়ছে বাংলাদেশ। দুপুর দেড়টার দিকে বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার মাঠে গড়ায় খেলা।
লাঞ্চ বিরতির পর ৫০ মিনিট খেলা হয়। এরপরই সাময়িক ব্যাঘাত ঘটায় অসময়ের বৃষ্টি।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। এই দুই ব্যাটারের ব্যাটিং নৈপূণ্যে দারুণ এগোচ্ছিলো পাকিস্তানের স্কোর বোর্ড।
তবে আব্দুল্লাহ শফিকের ইনিংস বড় করতে দেননি স্পিনার তাইজুল ইসলাম। ৫০ বলে ২৫ রানে সরাসরি বোল্ড করে শফিককে প্যাভিলিয়নে ফেরান তিন।
এর কিছুক্ষণ পরই আবারও পাক শিবির আঘাত হানেন তাইজুল। এবার তার শিকার ভয়ঙ্কর হয়ে উঠা আবিদ আলীকে। বাঁহাতি এ বোলারের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরেন আবিদ আলী। আউট হওয়ার আগে এই ব্যাটার করেন ৮১ বলে ৩৯ রান।
এখন আজহার আলীকে সঙ্গে নিয়ে খেলছেন পাকিস্তানের অধিনায়ক বাবার আজম। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫২ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ১৪৯ রান। বাবর আজম হাফ সেঞ্চুরি (৫৫) করে ব্যাটিংয়ে আছেন। আজাহার আলীর সংগ্রহ ২৯ রান।