ধূমকেতু নিউজ ডেস্ক : দুর্দান্ত শুরুর পর ছন্দপতন। তাতে চার দলের বিসিএলের ফাইনালের পথ কঠিন হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোনের। তবে, কঠিন পথ মসৃণ হতে পারে নিজেদের পারফরম্যান্সে। সেদিকেই তাকিয়ে বিসিএলের দুইবারের চ্যাম্পিয়নরা।
ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার (২৬ ডিসেম্বর) মাঠে নামছে ওয়ালটন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বিসিবি সাউথ জোন। ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।
দুটি সমীকরণে টিকে আছে ওয়ালটনের ফাইনাল-ভাগ্য। প্রথমত, বিসিবি সাউথ জোনকে হারাতে পারলে সহজেই ওয়ালটন খেলবে বিসিএলের ফাইনাল।
দ্বিতীয়ত, ওয়ালটন ও সাউথ জোনের ম্যাচ ড্র হলে এবং ইসলামী ব্যাংক ও নর্থ জোনের ম্যাচেও একই ফল হলে সাউথ জোন ও ওয়ালটন খেলবে বিসিএলের ফাইনাল।
১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সাউথ জোন। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১০। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ওয়ালটন। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্র তাদের। শেষ ম্যাচে মাত্র ১০ রানে হেরে যায় ওয়ালটন। ম্যাচটা জিততে পারলে সহজেই ফাইনাল নিশ্চিত হতো তাদের।
তৃতীয় রাউন্ডে মাঠে নামার আগে সেসব নিয়ে ভাবছে না ওয়ালটন। দলের কোচ জাফরুল এহসান জানিয়েছেন, শেষ ম্যাচ জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে যেতে চান তারা।
তিনি বলেন, ‘চট্টগ্রামে আমরা প্রথম রাউন্ড খেলেছিলাম। বোনাস পয়েন্টসহ জিতেছিলাম। সেই ম্যাচটা আমাদের প্রেরণা দিচ্ছে। আমরা শেষ ম্যাচটাও জেতার জন্য নামব। আশা করছি, জিতেই আমরা ফাইনালে যেতে পারব।’
মিরপুরের মন্থর উইকেটে দ্বিতীয় ম্যাচে তালগোল পাকানো ব্যাটিংয়ে হেরে যায় ওয়ালটন। সৌম্য, মিঠুন, মিজানুররা পারেননি ১০ রানের সমীকরণ মেলাতে। তবে বোলাররা ছিলেন দুর্দান্ত। শেষ ম্যাচে দুই বিভাগ থেকেই সমান পারফরম্যান্স চান ওয়ালটনের কোচ।
জাফরুল এহসান বলেন, ‘শেষ ম্যাচে ব্যাটিং আপ টু দ্য মার্ক হয়নি। তবে বোলিং ভালো ছিল। ম্যাচ জিতলে দুই বিভাগেই জ্বলে উঠতে হয়। আমরা শেষ ম্যাচে সেই প্রত্যাশাই করছি।’
তৃতীয় ম্যাচটি সেমিফাইনাল ধরে নিয়েই মাঠে নামছে ওয়ালটন। দলের ম্যানেজার মিলটন আহমেদ বলেছেন, ‘আমরা ম্যাচটা সেমিফাইনাল ধরে নিয়ে মাঠে নামছি। জিতলে ফাইনাল। আমরা চাচ্ছি, নিজেদের পারফরম্যান্স দিয়েই ফাইনালে যেতে। ছেলেরা প্রত্যেকেই আত্মবিশ্বাসী।’