ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সফররত রংপুর জেলার খেলোয়াড় নাশরিনের ডবল হ্রাট্রিকের সুবাদে ৮- ২ গোলে সাতক্ষিরা জেলাকে হারিয়ে সর্বোচ্চ ৬ পয়েন্টে পেয়ে সেমিতে উঠে।
বিজয়ী দলের পক্ষে নাশরিন ৭টি ও রেখা ১টি গোল করেরন। বিজিত দলের পক্ষে সুমাইয়া ও প্রতিমা ১টি করে গোল করেন। এই পর্বের খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আকতার, তাকে সহযোগিতা করেন মুনিয়া,শাহিন ও খালেক।
দিনের অপর খেলায় বাংলাদেশ আনসার ভিডিপির খেলোয়াড় সাদিয়ার হ্যাট্রিকের সুবাদে ৭-০ গোলে নারায়নগঞ্জ জেলাকে হারিয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে সেমিতে উঠে।
এছাড়াও ময়মনসিংহ সর্বোচ্চ ৭ পয়েন্ট ও স্বাগতিক রাজশাহী জেলা ৭ পয়েন্ট করে পেয়ে সেমিতে উঠেছে।
রেফারীর দায়িত্ব পালন করেন সোহানা, তাকে সহযোগিতা করেন আলো, আখিমনি ও তাহমিনা।
শুক্রবার সেমিতে ময়মনসিংহ, রংপুর, স্বাগতিক রাজশাহী ও বাংলাদেশ আনসার ভিডিপি।