ধূমকেতু নিউজ ডেস্ক : পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসলায়েলি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদ এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার জুমআর নামায পড়ার জন্য মুসল্লীরা আল-আকসা মসজিদে উপস্থিত হলে ইসরায়েলি বাহিনী কাঁদনে গ্যাস ও গ্রেনেট নিক্ষেপ করে অন্তত ১৫০ জনকে আহত ও ৩০০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। যা মাধবাধিকারে চরম লঙ্ঘন ও বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিচ্ছে।
তিনি আরও বলেন, বর্বর ইসরায়েলি বাহিনী অব্যহতভাবে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে একের পর এক হামলা-হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব মানবাধিকার লঙ্ঘনের নামে বাংলাদেশসহ বিভিন্ন দেশে Sanction আরোপ করলেও ইসরায়েলের বর্বরোচিত হামলা করে মানবাধিকার লঙ্ঘনের জন্য কোনো Sanction আরোপ করছে না। এ থেকে বোঝা যায় আমেরিকার আরোপিত Sanction ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক। তিনি ইসরায়েল কতৃক অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে ও গাজা এলাকায় সামরিক অভিযান বন্ধ রাখতে ইসরাইলের উপর চাপ প্রয়োগের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে।