ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে ঐক্যমতের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধান, সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন সিইসি।
সংলাপ অর্থহীন নয় বলেও এসময়ে মন্তব্য করেন সিইসি।
আমন্ত্রিত ৩৯ জনের মধ্যে ২৬ জন অংশ নিয়েছেন সংলাপে। আইন ও ক্ষমতা অনুযায়ী ইসিকে দায়িত্ব পালনের পরামর্শ দেন তারা।
নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা যাতে নির্ভয়ে কাজ করতে পারেন এবং ইভিএমে স্বচ্ছতা নিশ্চিতসহ আস্থার সংকট দূর করতে কমিশনকে কাজ করার পরামর্শ দেন গণমাধ্যমকর্মীরা।